শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক (রু দা) উজ্জ্বল শীলের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা ফাতেহা রেজুয়ানা। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রেনু মিয়া, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আলমগীর আলম ও উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়জুর রহমান (মাস্টার)।
বক্তারা শিশু ও নারীর উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দর ও সুস্থভাবে বেড়ে উঠতে পারে সেজন্য সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। দেশের সকল নারী ও শিশু যাতে নিজ নিজ অধিকার যথাযথভাবে ভোগ করতে পারে সে বিষয়ে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যেই এ আয়োজন।
তিনি আরও বলেন, একজন সুস্থ মা-ই একটি সুস্থ সন্তান জন্ম দিতে পারে। তাই সর্বাগ্রে মায়ের স্বাস্থ্যের প্রতি সকলকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। কেবলমাত্র গর্ভকালীন সময়েই মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নিলে চলবে না উল্লেখ করে তিনি বলেন, শিশুর জন্মের পর মা ও শিশুর প্রতি বিশেষ নজর রাখা দরকার, যাতে তারা উভয়ই পুষ্টি পেতে পারে।
ডা ফাতেহা রেজুয়ানা বলেন, সুস্থ থাকতে চাইলে পুষ্টিকর খাবার গ্রহণের বিকল্প নেই। এজন্য যথাসম্ভব সকলকে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিরে পরিচালক (রু দা) উজ্জ্বল শীল বলেন, শিশু ও নারীদের উন্নয়নের স্বার্থে নানামুখী প্রচার কার্যক্রম অব্যাহতভাবে বাস্তবায়ন করে যাচ্ছে তথ্য অফিস। এ সকল কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে, জনসাধারণকে বিভিন্ন বিষয়ে সচেতন করে তোলা।
কর্মশালায় অর্জিত অভিজ্ঞতা সর্বস্তরের জনতার কাছে পৌঁছে দিতে তিনি সকলের প্রতি আহবান জানান।
সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, এনজিওকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠনের সদস্য এবং সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply