নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে পৃথক অভিযান চালিয়ে ২২৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার বরমসিদ্দিপুর ও নায়াগ্রাম এলাকা থেকে এসব মদ উদ্ধার করে বিজিবি। উৎমা বিওপির হাবিলদার মো শফিকুল ইসলামের নেতৃত্বে রাত ৩টার দিকে বরমসিদ্দিপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় ১৩৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করা হয়, যার মূল্য ২ লাখ ৮হাজার ৫শ টাকা। এছাড়া একইদিন ভোররাত ৫টার দিকে কালাইরাগ বিওপির নায়েক মো আতিকুর রহমানের নেতৃত্বে নায়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল অফিসার্স চায়েস মদ উদ্ধার করা হয়, যার মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।
Leave a Reply