বিশেষ প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের সাথে ডাকাত দলের বন্দুকযুদ্ধে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলম সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে ডাকাত সরদার রফিক মিয়াকে। এ সময় একটি বিদেশী পিস্তল ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কালাইবাড়ি এলাকায় ধলাই সেতুর কাছে রফিক মিয়ার নেতৃত্বে ডাকাত দল যখন ডাকতির প্রস্তুতি নিচ্ছিল তখন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ২৬ রাউন্ড গুলি বিনিময় হয়।
আহত পুলিশ সদস্যদের মধ্যে একজনের পায়ে ছড়রা গুলি লেগেছে। অন্যরা ডাকাত দলের ছোঁড়া পাথরে আহত হয়েছেন।
পুলিশ ডাকাত সর্দার রফিক মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার পিতার নাম কালাই মিয়া। বাড়ি নয়াগাঙ্গের পাড় গ্রামে। তার বিরুদ্ধে ১০/১২টি ডাকাতির মামলা রয়েছে।
Leave a Reply