নিজস্ব প্রতিবেদক : গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একটি পুকুর থেকে ৮শ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, গোয়েন্দা পুলিশ বুধবার বিকেলে উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামের আলী আহমদ নামের এক ব্যক্তির পুকুর থেকে ৪ লাখ টাকা দামের এসব মাদক দ্রব্য উদ্ধার করে।
পুলিশ সুপার মো মনিরুজ্জামানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আল মামুনের তবধানে এসআই মশিউর রহমানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আলী আহমদ একজন মাদক ব্যবসায়ী বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply