নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জে আকস্মিক পাহাড়ি ঢলে দুই শিশু সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উদ্ধার হয়েছে ২ জনের মরদেহ। একছর বয়সী এক শিশুর মরদেহ পাওয়া না গেলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশও ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এলাকাবাসী জানান, শনিবার সকাল ৬টার দিকে হঠাৎ করে প্রচণ্ড বেগে সীমান্তের ওপার থেকে পাহাড়ি ঢল নেমে আসে। এতে উপজেলার সীমান্তবর্তী এলাকার কালাইরাগ গ্রামের সেলিম মিয়ার ৩ বছরের মেয়ে তামান্না বেগম ও এক বছরের মেয়ে সুলতানা বেগম এবং ফারুক মিয়া (৫৪) নামের এক ব্যক্তি ভেসে যায়।
এর প্রায় ২ ঘণ্টা পর বাড়ি থেকে কিছু দূরে তামান্না বেগম ও ফারুক মিয়ার মরদেহ পাওয়া যায়; কিন্তু এ খবর লেখা পর্যন্ত সুলতানা বেগমের মরদেহ পাওয়া যায়নি।
এই পাহাড়ি ঢলের চাপে কালাইরাগ, ছনবাড়ি, শারপিন, চিকাডহর, নারায়ণপুর, চাঁনপুর, নয়াগাঙ্গেরপাড় ও কলাবাড়ি গ্রামে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া একই দিন সকাল ৮টার দিকে হিংরা হাওরে মাছ ধরতে গিয়ে বর্ণি গ্রামের কামরুল ইসলাম নামের এক কিশোর মারা যায়। বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply