নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শারপিন টিলা এলাকার মাটিয়া টিলায় পাথরের গর্ত ধসে নিখোঁজদের মধ্যে আব্দুল কুদ্দুছ ও খোকন নামের দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে গর্ত ধসের পর ঘটনাস্থল থেকে গোপনে নেত্রকোনায় বাড়িতে নিয়ে যাবার পথে সিলেট জেলা পুলিশের দেয়া তথ্য অনুযায়ী সেখানকার পুলিশ লাশগুলো উদ্ধার করে। দায়ের করে অস্বাভাবিক মৃত্যুর মামলা। পরে লাশগুলোর ময়নাতদন্ত শেষে আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়।
এলাকাবাসীর দাবি, এ ঘটনায় ৬ জন পাথর শ্রমিক মারা গেছে; কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ পাওয়া গেছে দ্ইু জনের। আরো দুই জনের নাম পাওয়া গেলেও কোন সন্ধান মেলেনি।
এই ঘটনার ব্যাপারে জেলা প্রশাসন একটি ও জেলা পুলিশ আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে।
দুটি তদন্ত কমিটিই ঘটনাস্থল পরির্দশন করেছে।
Leave a Reply