নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গরু চোরের হামলা ও পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষে দুই জন নিহত হবার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
গরু চোরের হামলায় নিহত মধ্যম রাজনগর পূর্বপাড়ার জিলু মিয়ার ছেলে জুয়েল আহমদ কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে চোর সর্দার নামে পরিচিত সোনাই মিয়া সহ ৯ জনকে আসামি করা হয়েছে।
অপর মামলাটি দায়ের করেছেন কোম্পানীগঞ্জ থানার এসআই আসলামুজ্জামান। এতে পুলিশের উপর হামলার অভিযোগ করা হয়েছে। আসামি করা হয়েছে সুনির্দিষ্ট ১১ জন সহ ১ হাজার থেকে ১২শ জনকে। এর মধ্যে নিহত দক্ষিণ রাজনগর গ্রামের মফিজুর রহমানও রয়েছেন।
মফিজুর রহমান পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষের সময় সহযোগীদের আগ্নেয়াস্ত্রের গুলিতে মারা যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply