নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে যুবক খুনের ঘটনার প্রধান আসামি আশিক মিয়া (১৮) দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
আশিক মিয়া উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের কালা মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাত ৯টায় পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার আলীনগর গ্রামের শাহানুর আলমের ছেলে বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলার তৈমুরনগর এলাকায় বসবাসরত একটি ব্যবসা প্রতিষ্ঠানের সেলসম্যান জাকারিয়া থানা বাজার হতে পায়ে হেঁটে টুকেরবাজার যাওয়ার পথে ইসলামপুর কবরস্থান সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলে আরোহী ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তার পিঠের বাম পাশে ছুরিকাঘাত করে নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর তিনি মারা যান।
এ ঘটনার কথা জানতে পেরে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম অপরাধীদের গ্রেফতার করতে থানা পুলিশসহ ডিবিকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার-গোয়াইনঘাট সার্কেল নজরুল ইসলাম পিপিএম ও অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ ও ডিবির একাধিক দল আসামিদের গ্রেফতারে অভিযানে নামে।
অন্যদিকে নিহত জাকারিয়ার মামা ছগির আহমদ বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে গ্রেফতারকৃত আসামি আশিক মিয়াকে শুক্রবার বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক লায়লা মেহের বানুর আদালতে হাজির করলে সে ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো লুৎফর রহমান জানান, অন্যান্য আসামিকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
Leave a Reply