‘কাবিং করি সুন্দর জীবন গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে সিলেটের কোম্পানীগঞ্জে আয়োজিত চার দিনব্যাপী ৩য় উপজেলা কাব ক্যাম্পুরি শেষ হয়েছে।
বাংলাদেশ স্কাউটস কোম্পানীগঞ্জ উপজেলা শাখা এর আয়োজন করে। শুক্রবার সমাপনী দিন সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে মহা তাবু জলসা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লাইছ।
উপজেলা স্কাউটসের কমিশনার শংকর চন্দ্র দাশের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজামান উদ্দিন, স্কাউটস কোম্পানীগঞ্জ উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার আমিনুর রহমান জসিম ও কোম্পনীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবিদুর রহমান। পরিচালনায় ছিলেন, নাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রায় ও স্কাউটার লতিফুর রহমান উজ্জ্বল।
Leave a Reply