নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গরু চোরের হামলায় এক গৃহকর্তা এবং আটক গরু চোরকে উদ্ধার করার সময় পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সহ শতাধিক ব্যক্তি আহত হয়।
এলাকাবাসী জানান, ভোর ৪টার দিকে উপজেলার মোস্তফানগর গ্রামে গরু চোরের হামলায় জিলু মিয়া (৭০) নামের এক গৃহকর্তা খুন হন। এ সময় গ্রামবাসী সোনাই সর্দার নামের এক চোরকে আটক করেন।
খবর পেয়ে পুলিশ সকাল ৮টার দিকে আটক চোরকে উদ্ধার করে আনতে গেলে গ্রামবাসী বাধা দেয়। এর একপর্যায়ে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুঁড়ে।
সংঘর্ষে মফিজ মিয়া (৬০) নামের এক গ্রামবাসী নিহত হন বলে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমাও সংঘর্ষ ও দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply