কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় তানজিনা বেগম (২৩) নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের তৈমুরনগর গ্রামে বুধবার, ৫ জুন (২২ জ্যৈষ্ঠ) এ ঘটনা ঘটে। সকালে নিজের ঘরেই গলায় ওড়না পেঁচানো ও ঝুলন্ত অবস্থায় পুলিশ মরদেহ উদ্ধার করে।
তানজিনা বেগমের ভাই মোহাম্মদ ইসমাইল জানান, বছর তিনেক আগেও তার বোনকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা চালানো হয়; কিন্তু আশেপাশের লোকজন দেখে ফেলায় বেঁচে যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply