নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা। পাথর-বালি সমৃদ্ধ এই জনপদে বন্যা একটি সাংবাৎসরিক বিষয়। এবারও বানের পানিতে ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি ও ফসলি জমি। তলিয়ে গেছে সোনার ধান। আশ্রয়কেন্দ্রে দিন কাটছে অনেকের। অন্যরাও পথের দিকে চেয়ে থাকে, কখন আসবে সরকারি-বেসরকারি খাবারের পুটলা, যা দিয়ে এই দুর্যোগ-দুর্বিপাকের দিনগুলো কোনমতে পার করা যায়।
এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মানুষ বেশি ভরসা করে সরকারের উপর। সরকারি দলের সাংসদ, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধির হাতের দিকে চেয়ে থাকে কিছু না কিছু পাওয়ার আশায়। আর এলাকাটি যদি মন্ত্রীর হয় তাহলেতো প্রত্যাশা অনেকখানি বেড়ে যায়, যেমনি বেড়েছিল কোম্পানীগঞ্জের বন্যাপীড়িত মানুষের; কিন্তু কপালে জুটলো পুলিশের লাঠিচার্জ। লাঠির ঘায়ে নিশ্চয়ই পেটের খিদা পালাই পালাই করে প্রাণ বাঁচিয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ নিজের নির্বাচনী এলাকার বন্যা পরিস্থিতি দেখতে এসেছিলেন শনিবার। গিয়েছিলেন কোম্পানীগঞ্জ। উপজেলার সংবাদকর্মীদের ধারণা অনুযায়ী, আগেই খবর পাওয়া অন্তত ৪০০ বন্যার্ত নর-নারী জড়ো হয়েছিলেন থানাবাজার পয়েন্টে সকাল সকাল ত্রাণ পাওয়ার আশায়। অথচ ত্রাণের পুটলা তৈরি করা হয়েছিল মাত্র ২০০। এর মধ্যে ৬ ইউনিয়নে দিয়ে দেওয়া হয় ২০টি করে ১২০টি। ২০টি বিতরণ করেন মন্ত্রী নিজ হাতে। ১৫টি রাখা হয় এম সাইফুর রহমান কলেজ আশ্রয়কেন্দ্রে বিতরণের জন্যে। বাকি থাকে ৪৫টি, যেগুলো পূর্ব ইসলামপুর ইউনিয়নের মুজিবনগর আশ্রয়ণ প্রকল্পে বিতরণ করার জন্যে রাখা হয়।
অর্থাৎ ২০ জন ‘ভাগ্যবান’ ছাড়া হাজির বাকি সবাই ‘ভাগ্যাহত’। অতএব যা হওয়ার তাই হলো। ‘যেমন কর্ম তেমন ফল’ বলে একটা কথা আছেনা। এ জন্যেই অসহায়-ক্ষুধার্ত এই বন্যার্তদের কপালে পুটলার বদলে লাঠিপেটা জুটলো।
Leave a Reply