নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় রুমানা বেগম (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রুমানা বেগম দলইরগাঁওয়ের মফিজুল ইসলামের স্ত্রী। তাদের একটি সন্তান রয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঘরে ঝুলন্ত অবস্থায় রুমানা বেগমের মরদেহ পাওয়া যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, রুমানা বেগমকে হত্যা করা হয়েছে বলে তার আত্মীয়স্বজনরা অভিযোগ করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
রুমানা বেগমের স্বামী মফিজুল ইসলাম পলাতক রয়েছেন।
Leave a Reply