নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁওয়ে বজ্রপাতে বাপ ও ছেলে প্রাণ হারিয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফজল উদ্দিন (৩৫) ও তার শিশুপুত্র নূর উদ্দিন (১১)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আলতাফ হোসেন জানিয়েছেন, ফজল উদ্দিনের টিনের চালা ঘরের উত্তর-পশ্চিম কোণে বজ্রপাত হলে সাথে সাথেই বাবা ও ছেলে মারা যান। তারা ঘরের ভিতরেই ছিলেন।
কৃষক ফজল উদ্দিন নতুন বাড়ি তৈরি করে পরিবার নিয়ে সেখানে বসবাস করছিলেন। নূর উদ্দিন একটি বেসরকারি সংস্থা পরিচালিত আনন্দ স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়তো।
Leave a Reply