বিশেষ প্রতিবেদক : অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণা করতে ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দাবি জানিয়েছেন।
রবিবার কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের তারা এ দাবি জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন।
একই সাথে সংবাদ সম্মেলনে টেকসই ও কাজের গুণগতমান বজায় রেখে হাওররক্ষা বাঁধগুলো যথাসময়ে নির্মাণ, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙ্গে যাওয়া রাস্তা-ঘাট পুনঃনির্মাণের জন্য বরাদ্দ প্রদান, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্যে রেশনিং প্রথা চালু, ১০ টাকা কেজি মূল্যে চাল বিতরণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ মওকূফের ব্যবস্থা করা, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রেখে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং পাথর কোয়ারিগুলোতে ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে সনাতন পদ্ধতিতে সরকারি নিয়ম মেনে পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করতে পারে সেই ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা আব্দুন নূর, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো বাবুল মিয়া, তেলিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল হক, ইছাকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উদ্দিন, দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদ সদস্য সোহেল আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, ব্যবসায়ী আবুল বাশার বাদশা, ইউনিয়ন পরিষদ সদস্য মকবুল আলী, কামরুজ্জামান, শেখ ফরিদ, সুন্দর আলী, মুছা মিয়া, নানু মিয়া, জিয়াবুর রহমান, আবুল বাশার, চাঁন মিয়া, রহিমা বেগম, নাজমা আক্তার, নূরুন্নাহার প্রমুখ।
Leave a Reply