মাধবপুর প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, দুর্গাপূজা বাঙালির উৎসব। বাংলাদেশ অসম্প্রাদায়িক রাষ্ট্র। দুর্গাপূজার শিক্ষা অসুরদের দমন করা। সমাজের অসুরগুলোকে নির্মূল করা হবে। কোন দুর্বৃত্তকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।
শুক্রবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে ও মাধব রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সহকারী কমিশনার-ভূমি) আয়েশা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, থানার ওসি কে এম আজমিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের উপাদেষ্টা সুকোমল রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান, ফারুক পাঠান, তৌফিক চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান, পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল দাস, সম্পাদক লিটন রায়, শংকর পাল ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান।
Leave a Reply