নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজার শহরের পানি নিষ্কাশনের মূল পথ কোদালী ছড়ায় দ্বিতীয় পর্যায়ের পুনখনন কাজ শুরু হয়েছে।
সিলেট বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের অধীনে এ পর্যায়ে ৪৬ লাখ টাকা ব্যয়ে ৪ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।
বুধবার দুপুরে মোস্তফাপুর ইউনয়নে জগন্নাথপুর এলাকায় পুনঃখনন কাজের উদ্বোধন করেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান ও বিএডিসির সহকারী প্রকৌশলী আরিফুল হক। সভাপতিত্ব করেন, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ কোদালী ছড়া পুনঃখনন কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। ফলে মোস্তফাপুর, গিয়াসনগর ও নাজিরাবাদ ইউনিয়ন আগাম বন্যার কবল থেকে রক্ষা পাবে।
গত বছর বিএডিসি সিলেট বিভাগ ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৩ লাখ টাকা ব্যয়ে কোদালী ছড়ার সাড়ে ৫ কিলোমিটার পুনঃখনন করে।
Leave a Reply