জনপ্রিয় সঙ্গীতশিল্পী এফ এ সুমনের গানের মিউজিক ভিডিও ‘জানরে তুই’ কোটি শ্রোতার মন জয় করে নিয়েছে।
তবে, এটি কোনো অফিসিয়াল ভিডিও নয়। তার গানের আনঅফিশিয়াল একটি ভিডিওই এখন তোলপাড় করছে ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া।
শখের বশেই খুলনার উদীয়মান ভিডিও নির্মাতা এম এ সোবহান ২০১৫ সালের ডিসেম্বরে নির্মাণ করেন ‘জানরে তুই’ গানের মিউজিক ভিডিও। নন্দিত কণ্ঠশিল্পী এফ এ সুমনের জনপ্রিয় এ গানের মডেল হয়েছিলেন স্থানীয় তরুণ মডেল জারা ও লিটন। নির্মাণের পর এলাকার ক্যাবল নেটওয়ার্কে প্রচার করা হয় ভিডিওটি। এক সময় নিজের ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করেন নির্মাতা। এতেই বাজিমাৎ। ইউটিউবে এখন বইছে ‘জানরে তুই’ ভিডিও’র ঝড়!
এটি ২৬ এপ্রিল সকাল ১০টা নাগাদ ছাড়িয়েছে কোটি ভিউয়ারের মাইল ফলক। শুধু তাই নয়, ক্রমাগত বেড়েই চলেছে সোহাগ ওয়াজীউল্লাহর লেখা এ গানের ভিডিওটি।
এ বিষয়ে এফ এ সুমন বলেন, ‘যেহেতু গানটির ভিডিও ভিউয়ার ১ কোটি ছাড়িয়েছে, তাতে আমি আনন্দিত; কিন্তু উৎফুল্ল নই কারণ, ‘জানরে তুই’ গানটি অনেক আগেই কোটি কোটি দর্শকের হৃদয়ে পৌঁছে গেছে। তবে এ গানের ভিডিওটাও যে শ্রোতা-ভক্তরা এভাবে গ্রহণ করেছে সেজন্য সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। এটি আমাদের অফিশিয়াল কোনো ভিডিও নয়।’
Leave a Reply