নিজস্ব প্রতিবেদক : কোটা প্রথা সংস্কারের দাবিতে সিলেটে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
বাংলাদেশে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রবিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার এলাকায় এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বঙ্গবন্ধুর সোনার বাংলায় আর কোটা বৈষম্য থাকতে পারেনা বলে দাবি করা হয়।
বক্তারা মেধাবীদের জন্যে ৯০ শতাংশ বরাদ্দ করে ১০ শতাংশ কোটা নির্ধারণের দাবি জানিয়ে বলেন, না হলে মেধাবীরা কখনো সর্বোচ্চ প্রশাসনিক পদে যেতে পারবেন না। এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে।
Leave a Reply