নিজস্ব প্রতিবেদক : ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই-কোটা প্রথার সংস্কার চাই’ এ স্লোগান নিয়ে সিলেটে ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে গলায় শিক্ষা সনদ ঝুলিয়ে রবিবার দুপুরে একদল শিক্ষার্থী ঝাড়ু দিয়ে মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার পর্যন্ত রাস্তা পরিষ্কার করেন।
পরে সমাবেশ করেন, কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে। এতে বক্তব্য রাখেন, রিপন মাহমুদ, আব্দুর রহিম, জহির উদ্দিন ও শাহিদ আহমদ।
কর্মসূচিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও মদনমোহন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
Leave a Reply