ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত কে স্পোর্টস প্রথম বিভাগ ফুটবল লীগের ষষ্ঠদিনে একটি খেলায় জয় পেয়েছে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র। তবে অন্য খেলাটি ড্র হয়ে যায়।
শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় অংশ নেয়, বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র ও শহীদ বাছির অগ্রগামী ক্লাব। এতে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র ২-১ গোলে শহীদ বাছির অগ্রগামী ক্লাবকে পরাজিত করে।
গোল করেন, বিজয়ী দলের পক্ষে ফাহিম আহমদ ও এহিবুল আলম আর পরাজিত দলের পক্ষে সজিব।
দ্বিতীয় খেলাটি ছিল, সিলেট টাউন ক্লাব ও হিলটন ক্লাবের মধ্যে। খেলাটি ২-২ গোলে ড্র হয়। সিলেট টাউন ক্লাবের পক্ষে সুমন ও বাহার এবং হিলটন ক্লাবের পক্ষে রায়হান ও শাওন গোল করেন।
শনিবার দুপুর ২টায় মাঠে নামবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও সিলেট মেট্রোপলিটন ক্লাব। বিকেল ৪টায় খেলবে শাহ স্পোর্টিং ও চতুরঙ্গ যুব সংঘ।
Leave a Reply