ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও কে-স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগে রবিবারের প্রথম খেলায় জালালাবাদ ক্লাব, শহীদ বাছির অগ্রগামী ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়; কিন্তু দিনের অপর খেলাটি অমীমাংসিত থেকে গেছে।
বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় অংশ নেয়, জালালাবাদ ক্লাব ও শহীদ বাছির অগ্রগামী ক্লাব। এতে জালালাবাদ ক্লাব ৩-১ গোলে বিজয়ী হয়। ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন, জালালাবাদ ক্লাবের ৭নং জার্সিধারী খেলোয়াড় নিশাদ। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন।
দ্বিতীয় খেলায় অংশ নেয়, হিলটন ক্লাব ও কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটি। খেলাটি গোলশূন্য ড্র হয়। ম্যান অব দ্যা ম্যাচ হন, হিলটন ক্লাবের ১৫নং জার্সিধারী খেলোয়াড় শাকিল। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন, জেলা ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়াড় নাসির উদ্দিন।
সোমবার দুপুর আড়াইটায় মাঠে নামবে শাহ স্পোর্টিং ক্লাব ও সিলেট মেট্রোপলিটন ক্লাব। বিকেল সাড়ে ৪টায় খেলবে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র ও সিলেট টাউন ক্লাব।
Leave a Reply