ঝালকাঠি প্রেসক্লাবের দাতা সদস্য ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিমের পিতা কে এম আব্দুল করিমের রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনজিল হোসেন। দোয়া-মোনাজাতে ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, মরহুম কে এম আব্দুল করিমের ছোট ছেলে হাফেজ মোস্তফা কামাল খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সহ সভাপতি মানিক রায়, সদস্য আলী হায়দার তালুকদার, হেমায়েত উদ্দিন হিমু, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক দিবস তালুকদার ও নির্বাহী সদস্য শফিউল আজম টুটুল সহ সদস্যবৃন্দ এবং রুকাইয়া প্রোপাটিজের জিএম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
Leave a Reply