হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট ও হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কেয়া চৌধুরীর উপর হামলা মামলার আসামি বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া ও জেলা পরিষদের সদস্য আলাউর রহমান সাহেদকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি মো শাহ আলম একদল পুলিশ নিয়ে ঢাকার কদমতলী এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করেন।
পুলিশ জানায়, আসামি তারা মিয়া ও আলাউর রহমান সাহেদ ঢাকায় অবস্থান নিয়ে হাইকোর্টে তিন দফা আগাম জামিন আবেদন করেও জামিন পেতে ব্যর্থ হন। এ অবস্থায় তাদের ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে ডিবি পুলিশ ঢাকায় যায়। সেখানে ৩ দিন অবস্থান করে ডিবি পুলিশ আসামিদের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়ে অভিযান চালায়।
গ্রেফতারকৃত তারা মিয়া ও আলাউর রহমান সাহেদকে রাত ২টার দিকে হবিগঞ্জ নিয়ে আসা হয়। বুধবার তাদেরকে আদালতে হাজির করা হবে।
Leave a Reply