হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট ও হবিগঞ্জের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উপর হামলার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বাহুবল উপজেলার রবিদাসপাড়া ও রইছগঞ্জ বাজার এলাকাবাসীর যৌথ উদোগে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জসীম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম ও বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুক আলী হামলাকারীদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
অবরোধ প্রত্যাহারের পর একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার ডা আবুল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আব্দুল মুছাব্বির শাহিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসকার আলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ফরিদ মিয়া তালুকদার, মিনহাজ উদ্দিন চৌধুরী, জিতু মিয়া, ডা হারুনুর রশিদ ও আয়াজ আলী।
Leave a Reply