হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটিতে এবারও হবিগঞ্জের দুই শ্রমিক নেতা মনোনীত হয়েছেন।
তারা হলেন, সহসভাপতি পদে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি, হবিগঞ্জ পৌরসভার সাবেক সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক পদে একই সংগঠনের সাধারণ সম্পাদক মো সজিব আলী।
সম্প্রতি ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাংসদ শাজাহান খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী সংগঠনের তাদের মনোনীত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
আগের কমিটিতেও শহীদ উদ্দিন চৌধুরী সহসভাপতি ও মো সজিব আলী সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
শহীদ উদ্দিন চৌধুরী ও মো সজিব আলীকে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন অভিনন্দন জানিয়েছে।
Leave a Reply