নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় আওয়ামী পরিবারের নেতা-কর্মী-সমর্থকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পরপরই আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সংগঠনের নেতকর্মীরা দলে দলে তার বাসায় ছুটে যান এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আ ন ম শফিকুল হক এবং অনেক দলীয় সমর্থকও বদর উদ্দিন আহমদ কামরানকে অভিনন্দন জানাতে যান।
এ সময় বদর উদ্দিন আহমদ কামরান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় তিনি তার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
তিনি দলকে গোছানোর ব্যাপারে সবার উপদেশ ও পরামর্শ নিয়ে কাজ করবেন বলেও জানান।
বদর উদ্দিন আহমদ কামরান রবিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।
Leave a Reply