আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যাতে কেউ ফাটল ধরাতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে।
তিনি বলেছেন, ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবাষির্কী উদযাপিত হবে। এই লক্ষ্যকে সামনে রেখে ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ আরো বলেছেন, দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাকে যে আসনে মনোনয়ন দেবেন তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম তোফা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা আব্দুস শুকুর, সহ সভাপতি শাহ আতিকুল হক, সৈয়দ মুক্তাদির হোসেন লাকী ও আজমল আলী জয়দু মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এম এ মোসাব্বির, সদস্য মো ইসমাইল হোসেন ও রহিম উল্লাহ, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সমছ উদ্দিন, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমদ আলী ও সাধারণ সম্পাদক আবুল হোসেন আঞ্জির মিয়ার স্মরণে খতমে কোরআন, দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বদিকোণায় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রইছ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ হোসেনের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দ জেবুন্নেছা হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও অ্যাডভোকেট নাছির উদ্দিন খান, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, সদস্য অ্যাডভোকেট আজমল আলী ও দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।
Leave a Reply