সুনামগঞ্জ প্রতিনিধি : পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকদের প্রতি অত্যন্ত আন্তরিক। এজন্যেই তার সরকার কৃষির উন্নয়নে সবধরনের পদক্ষেপ নিয়েছে। তাই শুধু নয়, বঙ্গবন্ধু কন্যা কৃষকের মুখে হাসি দেখলে হাসেন-কৃষকের দুঃখে কাঁদেন। একইভাবে ভালবাসেন শ্রমিকদের। সাধারণ মানুষের সুখ-দুঃখেও পাশে দাঁড়ান।
মঙ্গলবার বিকালে সুনামগঞ্জের জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, পানিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক, খুশি মোহন সরকার, ধর্মপাশা উপজেলা নিবার্হী কর্মকর্তা ওবায়দুর রহমান ও জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীয়াংকা পাল।
Leave a Reply