আ হ জুবেদ, কুয়েত : কুয়েতে আল-তাওবাদ কোম্পানির ভিসায় বাংলাদেশ থেকে আসা প্রায় ১০০ শ্রমিকের আকামা সংক্রান্ত জটিলতা দীর্ঘ কয়েক মাসেও সমাধানের মুখ দেখেনি। এনিয়ে দফায় দফায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ধর্ণা দিয়েও কোন কাজ হচ্ছেনা।
প্রায় ৯ বছর আগে কুয়েতের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলনের মাধ্যমে তখনকার নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশী শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ে সক্ষম হয়েছিলেন। এ জন্যে অনেককে কঠিন নির্যাতনের শিকার হতে হয়।
এখন আবার কুয়েতের আল-তাওবাদ কোম্পানির বাংলাদেশী শ্রমিকদের আকামা সংক্রান্ত জটিলতা শ্রমিকদের চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব শ্রমিক জানান, ২০১৬ সালের ২৫শে আগস্ট আল-তাওবাদ কোম্পানির ভিসা নিয়ে ৯/১০ মাস আগে বাংলাদেশ থেকে আসা প্রায় ১০০ জন শ্রমিক তাদের কর্মস্থল ত্যাগ করে আকামা সংক্রান্ত জটিলতা ও গাদাগাদি করে অমানবিক পরিবেশে জীবনযাপন সহ অপরিশোধিত বেতন সম্পর্কিত বিষয়ে অবহিত করার লক্ষ্যে প্রথমবারের মতো কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শরণাপন্ন হয়েছিলেন। দ্বিতীয়বার তারা দূতাবাসের কাছে ধর্ণা দেন ২০শে সেপ্টেম্বর। প্রথমবারের সাক্ষাতে দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খান বলেছিলেন, সদ্য বাংলাদেশ থেকে আসা শ্রমিকরা যথাযথ নিয়মা অনসারে কুয়েতে আসেননি। তাই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি জানান, যেকোনো ভিসা এখানে ইস্যু হলে অবশ্যই দূতাবাস থেকে সেটি সত্যায়িত করিয়ে নিতে হয়; কিন্তু এই বিপদগ্রস্ত শ্রমিকদের ভিসাগুলো তখন দূতাবাস কর্তৃক সত্যায়িত করা হয়নি। তবু আল-তাওবাদ কোম্পানির শ্রমিকদের আকামার সমস্যা সমাধানের জন্য দূতাবাস থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে; কিন্তু জটিল এ সমস্যা এক-দুই দিনে সমাধান করা অসম্ভব। এখানে কিছু আইন-কানুন ও নিয়মের বাধ্য-বাধকতা আছে। তাই সংশ্লিষ্ট শ্রমিকদেরকে ধৈর্য্যের সঙ্গে অপেক্ষা করতে হবে।
Leave a Reply