নিজস্ব প্রতিবেদক : প্রায় কুড়ি বছর বয়সী সিলেট সিটি করপোরেশন-সিসিকের পঞ্চম নির্বাচন আজ বুধবার, ২১ জুন। ইতোমধ্যে ভোটগ্রহণ শুরু গেছে। মহানগরীর পাঠানটুলা জামেয়া ইসলামিয়া কেন্দ্রে ভোট দিয়েছেন মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। জাতীয় পার্টি প্রার্থী নজরুল ইসলাম বাবুলও কিছুক্ষণের মধ্যে আনন্দ নিকেতন কেন্দ্রে ভোট দিবেন।
তবে বৃষ্টি নিয়ে ভোটাররা বেশ উৎকণ্ঠায় আছেন। একই সঙ্গে উদ্বিগ্ন প্রার্থীরাও। কারণ কয়েকদিন ধরে সকাল বেলা যেন নিয়ম ধরে কখনও মাঝারি আবার কখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল থেকে আবহাওয়া বেশ ভাল দেখা গেলেও বৃষ্টির আশংকা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা।
এবার ভোটাভুটি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা চলবে ভোটগ্রহণ। তবে ভোটকেন্দ্র এলাকায় উপস্থিত সকল ভোটারের ভোট নিতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে তা দেওয়া হবে।
মঙ্গলবার ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ। নির্বাচন পর্যাবেক্ষণে ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ১ হাজার ৭৪২টি সিসি ক্যামেরা। এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা থেকে নির্বাচন কমিশন নির্বাচন পর্যবেক্ষণ করছে।
এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী ৮ জন। তবে দলীয় পরিচিতি ও অবস্থান বিবেচেনায় আলোচনায় আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা) ও জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল)। তবে সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় সকল মহলই সরকার দলের প্রার্থীকেই এগিয়ে রাখছে। জাতীয় পর্যায়ের নির্বাচনী জরিপে দেখানো হয়েছে আনোয়ারুজ্জামান চৌধুরী এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।
অন্যান্য মেয়র প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা), জাকের পার্টির মো জহিরুল আলম (গোলাপ ফুল), স্বতন্ত্র মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ), মো শাহজাহান মিয়া (বাস), মো ছালাহ উদ্দিন (ক্রিকেট ব্যাট) ও মো আবদুল হানিফ কুটু (ঘোড়া)।
সিলেট সিটি করপোরেশন ২০০২ সালে যাত্রা শুরু করেছিল ২৭টি ওয়ার্ড নিয়ে। এখন ওয়ার্ড সংখ্যা বেড়ে হয়েছে ৪২টি। নতুন ১৫টি ওয়ার্ডে এবার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৭৩ জন। আর সংরক্ষিত ১৪টি কাউন্সিলর (নারী) ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রায় ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের সিসিকে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ জন ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট ভোটকেন্দ্র ১৯০টি। ভোটকক্ষ ১ হাজার ৩৬৪টি। নির্বাচনে শান্তিশৃঙ্খলা নিশ্চিতে পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন ও ব্যাটালিয়ান আনসারের সমন্বয়ে ৪২টি মোবাইল ফোর্স, ১৪টি স্ট্রাইকিং ফোর্স, ৬টি রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স, র্যাবের ২২টি দল ও ১০ প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের জানান, বৃষ্টির কারণে ভোটে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে আবহাওয়া পরিস্থিতি ভাল থাকলে ভোটাররা আসবেন। ভোট গ্রহণের জন্য সকল কেন্দ্র প্রস্তুত থাকবে। চার-পাঁচটি কেন্দ্রের মাঠে পানি উঠে যাওয়া পানি নিষ্কাশনের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলন করে সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার ইলিয়াস শরীফ জানান, নির্বাচনে কোনো বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, সিসিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন করতে মহানগরীতে প্রায় ২ হাজার ৬০০ পুলিশ সদস্য, ১৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ও ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
Leave a Reply