সংবাদদাতা, কুড়িগ্রাম : কুড়িগ্রামে হাতে তৈরি নানা পণ্যের সম্ভার নিয়ে আদিবা হস্তশিল্প নামের একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো।
শুক্রবার কুড়িগ্রামের পুরাতন পোস্ট অফিস পাড়ায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, কুড়িগ্রাম পশুসম্পদ হাসপাতাল মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন ও আদিবা হস্তশিল্পের স্বত্বাধিকারী ফারহানা ইসলাম মিমি সহ স্থানীয় ব্যবসায়ীরা।
এ সময় আমান উদ্দিন মঞ্জু সহ অতিথিরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেমনি নারীর কর্মসংস্থান হবে তেমনি কুড়িগ্রামের তৈরি জিনিসের কদর বাড়বে।
Leave a Reply