কুড়িগ্রাম : স্যাটেলাইট টেলিভিশন মাইটিভি ১২ বছর পেরিয়ে ১৩ বছরে পদার্পণ উপলক্ষে কুড়িগ্রামে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাই টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেলের উদ্যোগে শুক্রবার বিকেলে শোভাযাত্রা, শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম পুরাতন পশু হাসপাতাল মোড়ে তিতাস প্লাজায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র কাজিউল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত আইনজীবী আব্রাহাম লিংকন, প্রাক্তন সিভিল সার্জন ডা এস এম আমিনুল ইসলাম, ট্রাক কাভার্ডভ্যান ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ, কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুছ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শ্যামল ভৌমিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট বজলুর রশিদ, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ।
অতিথিরা মাই টিভির উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।-সংবাদদাতা
Leave a Reply