নিজস্ব প্রতিবেদক : যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান বলেছেন, এক শ্রেণির আলেম ভাস্কর্য সম্পর্কে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। এটা বিএনপি-জামায়াতের নতুন চক্রান্ত। এই চক্রান্ত রুখতে হবে।
তিনি আরো বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় যাওয়ার স্বপ্নে ভাস্কর্য ইস্যু তৈরি করেছে।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবরীগ আয়েজিত এক সমাবেশে ব্যারিস্টার তৌফিকুর রহমান প্রধান বক্তার বক্তব্য রাখছিলেন।
মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, মসিউর রহমান চপল, অ্যাডভোকেট শামীম আল সাইফুর সোহাগ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারওয়ার হোসেন ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুকিত চৌধুরী। সভাপতিত্ব করেন, যুবলীগের জেলা সভাপতি শামীম আহমদ ভিপি। পরিচালনায় ছিলেন, মহানগর সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। এছাড়াও সংগঠনের মহানগর সভাপতি আলম খান মুক্তি ও জেলা সাধারণ সম্পাদক শামীম আহমদ বক্তব্য রাখেন।
Leave a Reply