ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট বিভাগীয় সোনালী অতীত ফুটবল ক্লাব আয়োজিত কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল মাস্টার্স ফুটবল প্রতিযোগিতায় সুনামগঞ্জ দল চ্যাম্পিয়ন ও মৌলভীবাজার দল রানার্সআপ হয়েছে।
সোমবার রাতে সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল অনু্িষ্ঠত হয়। নির্ধারিত সময়ে খেলা ছিল ১-১ গোলে ড্র। তবে টাইব্রেকারে সুনামগঞ্জ দল ২-০ গোলে মৌলভীবাজার দলকে পরাজিত করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম কাজী এমদাদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের নির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম, প্রতিযোগিতার পৃষ্ঠপোষক কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলের স্বত্বাধিকারী সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হুমায়ুন আহমদ, ডিএসএর নির্বাহী সদস্য বিজিত চৌধুরী, কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন ও ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী।
উল্লেখ্য, চল্লিশোর্ধ ফুটবলারদের নিয়ে দিনভর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৭টি দল অংশ নেয়।
Leave a Reply