সিলেট মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের কুশিঘাট এলাকায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে মহানগর বিএনপির যুগ্মআহবায়ক এমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে এই ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী। ওয়ার্ড বিএনপির আহবায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সদস্য নাজিম উদ্দীনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্মআহবায়ক এমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, মুর্শেদ আহমদ মুকুল, আফজাল উদ্দিন, বিএনপি নেতা আবুল কালাম, কামাল আহমদ, খসরুজ্জামান খসরু, মহানগর বিএনপির সাবেক সদস্য মাহবুব আহমদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য নাজিম উদ্দীন প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply