মৌলভীবাজার প্রতিনিধি : কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
এতে ৮টি গ্রমের অন্তত ১০০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গ্রামগুলো হলো, শরিফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর, সোনাপুর ও দত্তগ্রাম এবং হাজিপুর ইউনিয়নের দাউদপুর, ভূঁইগাও, সুলতানপুর, রনচাপ ও পাইকপাড়া।
এছাড়া চাতলাপুর, কোনাগাঁও, টগরপুর, কামারচাক ও ভাঙ্গারহাট এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
অন্যদিকে কমলগঞ্জ উপজেলার উত্তর আলেপুর, ঘোড়ামারা ও নাজাতকোনা এলাকায় ধলাই নদীর পুরাতন ভাঙ্গন দিয়ে পানি ঢুকে অন্তত ১৫টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে।
Leave a Reply