মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকায় বড়ছড়া সেতু ভেঙ্গে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত ও শকাধিক যাত্রী আহত হয়েছেন।
রবিবার দিনগত রাত ১২টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ নারী ও ২৫ পুরুষ যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত সাড়ে ১০টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেন উপবন এক্সপ্রেস বরমচাল এলাকায় পৌঁছলে বড়ছড়া সেতু ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারে কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এদিকে দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
Leave a Reply