মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাদে ভুকশিমইল ইউনিয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির উদ্যোগে অসহায়, দুস্থ ও বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে ইউনিয়নের বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে ৫০০ পরিবারের মাঝে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াঁজ ও নগদ ১৫০ টাকা করে বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু। প্রধান অতিথি ছিলেন, বিসিবির পরিচালক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি ছিলেন, ক্রেডিট এন্ড ফিন্যান্সের সিনিয়র ম্যানেজার সৈয়দ আবুল বাতেন, ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ডেপুটি ম্যানেজার জামাল উদ্দিন বাবু, এস্টেট ম্যানেজার সেলিম খান ও সিলেট বিভাগ ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ কোরেশী। পরিচালনায় ছিলেন, নোমান আহমদ।
Leave a Reply