মৌলভীবাজার প্রতিনিধি : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার সকালে পরিদর্শনকালে তিনি উপজেলার ব্রাহ্মণবাজার ও ভূকশিমইল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত তেরশ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, যুগ্ম সচিব মো মহসীন ও মহাপরিচালক রিয়াজ আহমদ।
ত্রাণ বিতরণকালে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বন্যা শেষ না হওয়া পর্যন্ত ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
ত্রাণ সহায়তার মধ্যে ছিলো, তিনশ মেট্রিক টন চাল, ত্রিশ লাখ টাকা ও এক হাজার বান্ডেল টিন।
এ সময় তিনি আশ্রয় কেন্দ্রের ২ হাজার মানুষের জন্য শুকনো খাবার বরাদ্দের ঘোষণা দেন।
Leave a Reply