মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামে পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার নিহত হয়েছে। আহত হয়েছেন পুলিশের এক এসআই। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একদল ডাকাত পাবই গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে তারা রাত সোয়া ২টার দিকে সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বাঁশঝাড়ের আড়াল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে ডাকাত দল। এসময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ইসলাম আলী নামের একজন নিহত এবং পুলিশের এসআই ইয়াছিন আহত হন।
কুলাউড়া থানার ওসি শামিম মুছা জানান, নিহত ইসলাম আলী ডাকাত দলের সর্দার। তার বাড়ি পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার কুমরাকাপন এলাকায়। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতির ১৪টি মামলা রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, ৬টি রাম দা ও ৮টি কার্তুজ উদ্ধার করে।
Leave a Reply