র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অভিযানে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একাধিক মামলার এজাহারনামীয় এক পলাতক আসামি গ্রেফতার হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মো আব্দুল খালেকের নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার মনোহরপুর থেকে এই গ্রামের জমির মিয়ার ছেলে শুক্কুর আলীকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় চোরাচালান, সরকারি কাজে বাধা ও পুলিশের উপর আক্রমণসহ একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply