নিজস্ব প্রতিবেদক : সিলেট-ঢাকা রেলপথে আন্তঃনগর ট্রেন পারাবতের ধাক্কার একটি মাইক্রোবাসের দুই যাত্রী নিহত ও ছয় যাত্রী আহত হয়েছেন।
রবিবার দুপুর একটার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ও বরমচাল স্টেশনের মধ্যবর্তী হোসেনপুর এলাকায় রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী ফরিদ মিয়া (৪৮) ও তার ছেলে আফিফ (৮) প্রাণ হারান। তাদের বাড়ি সিলেট মহানগরীর লোহারপাড়া এলাকায়। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা আত্মীয়বাড়ি যাচ্ছিলেন। মাইক্রোবাসটিকে প্রায় আধাকিলোমিটার পর্যন্ত ঠেলে নিয়ে ট্রেনটি থামে।
এলাকার লোকজন দুর্ঘটনার পরপর মরদেহ ও আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে ফায়ার সার্র্ভিস কর্মীরাও ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনার কারণে কিছুসময় সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম পথে রেল যোগাযোগ বন্ধ থাকে।
Leave a Reply