বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সিলেট অঞ্চল জুড়ে সাম্প্রতিক বন্যায় সর্বত্র মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বন্যার শুরু থেকে জামায়াতে ইসলামী সর্বশক্তি নিয়ে বন্যার্তদের পাশে রয়েছে। দলের আমীর বন্যাদুর্গত এলাকায় ঈদ উদযাপন করেছেন। সারা দেশ থেকে দলীয় নেতৃবৃন্দ সামর্থ্যের সবটুকু উজাড় করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার মৌলভীবাজারের কুলাউড়া পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ছকাপন স্কুল সংলগ্ন মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পৌর জামায়াতে ইসলামীর আমীর সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে ও কাজী জসিম উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, দলের মৌলভীবাজার জেলার সাবেক নায়েবে আমীর খন্দকার আব্দুস সোবহান, সিলেট জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারী ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, কুলাউড়ার উপজেলা আমীর আব্দুল হামিদ খান, ঢাকা মহানগরী পল্টন থানা আমীর শাহীন আহমদ খান ও ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলা সভাপতি মহালম জিহাদী প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply