মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ভাষাসংগ্রমী রওশন আরা বাচ্চু।
বুধবার সকাল ১১টায় কুলাউড়া নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে মৌলভীবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
নামাজে জানাজার আগে এই বীরকন্যার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমদ, ভাষা রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ডা এম এ মুক্তাদির, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ।
রওশন আরা বাচ্চুকে উছলাপাড়া গ্রামে তার নিজ পিত্রালয়ের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
Leave a Reply