আন্তর্জাতিক ইসলামী স্কলার, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল্লামা ড কামাল উদ্দিন জাফরী বলেছেন, মহাগ্রন্থ আল কুরআন হচ্ছে মানবতার মুক্তির সনদ। কুরআন সুন্নাহ হচ্ছে জীবনের গাইডলাইন। পৃথিবীতে যত গবেষণা আছে এরমধ্যে সবচেয়ে বড় গবেষণা হচ্ছে কুরআনের চর্চা। কুরআনুল কারিমকে সহজভাবে মানুষের মনে প্রবেশ করানোর অন্যতম মাধ্যম হচ্ছে তাফসির। কুরআন চর্চার চেয়ে বড় কোন কাজ হতে পারেনা।
মঙ্গলবার বিকেলে সাংবাদিক-কলামিস্ট অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জিহাদী সংকলিত তাফসিরে উম্মুল ক্বোরআনের প্রকাশনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড কামাল উদ্দিন জাফরী প্রত্যাশা ব্যক্ত করেন, তাফসিরে উম্মুল কুরআন উম্মাহর কল্যাণে কাজ করবে।
বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু তায়্যিব সৎপুরী ও লে কর্নেল (অব) সৈয়দ আলী আহমদের যৌথ সভাপতিত্বে এবং ফখরুল ইসলাম খানের পরিচালনায় মহানগরীর দরগা গেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ফজলুর রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ খান, বিশিষ্ট আলেমে দ্বীন শাইখ তাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী ও কামালবাজার মাদরাসার সাবেক অধ্যক্ষ এ কে এম মনোহর আলী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান মাওলানা আব্দুল হাই জিহাদী। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply