পবিত্র রমজান মাস উপলক্ষে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও মহানগরীর বন্দরবাজারে কুদরত উল্লাহ জামে মসজিদের ২য় তলায় মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে।
শনিবার, ২৫ মার্চ বাদ জোহর শিক্ষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান প্রশিক্ষক ক্বারী আবদুল বাছেত মিলনের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারি হাফেজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।
প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী, আইনজীবী, সাংবাদিক, ডাক্তার ও ইঞ্জিনিয়ারসহ সকল শ্রেণিপেশার মানুষের জন্য মসজিদের ৩য় তলায় কুরআন প্রশিক্ষণের ক্লাস অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের ০১৭১১৩০১১৬২ (প্রধান প্রশিক্ষক) নম্বরে তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্যানেল উস্তাজ ক্বারী আবদুল বাছেত মিলনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply