নিজস্ব প্রতিবেদক : সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিসারুল আরিফ জানিয়েছেন, সিলেটে কিশোর গ্যাং ও চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে এ দুই চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুরে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান।
এসএমপি কমিশনার বলেন, যদি কোন পুলিশ সদস্য দুর্নীতি ও মাদকের সঙ্গে যুক্ত হয় তাহলে তাকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, সমাজ গঠনের দায়িত্ব পালন করেন সাংবাদিকরা। আর পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে। তাই পুলিশের সঙ্গে সাংবাদিকদের বন্ধুত্বের সম্পর্ককে ধরে রাখতে থাকবে।
এসএমপির অতিরিক্ত উপ কমিশনার বি. এম আশরাফ উল্যাহ তাহেরের পরিচালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম, উপ কমিশনার ফয়সল মাহমুদ, ইমজা সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি মো. মঈন উদ্দিন মনজু ও সাধারণ সম্পাদক সজল ছত্রীসহ অন্যরা।
সাংবাদিকরা কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিক পুলিশের বক্তব্য প্রাপ্তি, পুলিশের সঙ্গে সাংবাদিকদের যোগাযোগ বৃদ্ধি, ভূয়া অনলাইন মিডিয়া, কিশোর গ্যাং, মাদক, জুয়া, তীর শিলং ও প্রেস লোগো ব্যবহার ইত্যাদি সম্পর্কে খোলামেলা আলোচনা করেন।
Leave a Reply