নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্য পুস্তক উৎসব অনুষ্ঠিত হয় রবিবার দুপুর দেড়টায়। এ উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো জামাল উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক মো কামরুল আহসান। এছাড়াও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর আব্বাস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গৌরা ঘোষ। এ সময় শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply