নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর মিরাবাজারে কিশোরী মোহন বালক প্রাথমিক বিদ্যালয়ে সৈয়দা শাহার বানু চৌধুরী ভবন উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর উদ্বোধন করেন। তার মায়ের নামে ভবনটির নামকরণ হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রীর বোন জাতীয় অধ্যাপক ডা শাহেলা খাতুন ও ভাই জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আবদুল মোমেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের সিলেট বিভাগীয় উপ পরিচালক তাহমিনা খাতুন।
কিশোরী মোহন বালক প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি রুবি ফাতেমা ইসলামের সভাপতিত্বতে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিষদের সহ সভাপতি জাবেদ সিরাজ।
Leave a Reply